Starlink Bangladesh এ নিয়ে এসেছে মাত্র 4200 টাকায় Powerful ইন্টারনেট

Starlink satellite concept image in Bangladesh – AI generated
AI-generated concept art of Starlink satellite in rural Bangladesh

Starlink Network সম্পর্কে অনেক মানুষ আগে না জানলেও এখন জানতে শুরু করেছে , কেননা অবশেষে বাংলাদেশে ও চালু হয়েছে Starlink Bangladesh নামে একটি নতুন ইন্টারনেট প্রজন্ম। যা সরাসরি স্যাটেলাইট এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত এবং গ্রামঅঞ্চল ও অনুন্নত এলাকায় ও দ্রুতগতি ইন্টারনেট সেবা দেয় ।

এই পোস্টে আপনারা জানবেন

এই পোস্টে আপনারা জানবেন বাংলাদেশে Starlink Network ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ তথ্য যাতে কোনো হয়রানি ছাড়াই নিয়ে নিতে পারেন এই দ্রুতগামী ইন্টারনেট সংযোগ নাম মাত্র মূল্যে।

প্রথমত জানুন Starlink কি ?

 Starlink হচ্চে উন্নত প্রযুক্তির উদ্যোক্তা Elon Mask এর Spacex এর Satellite ভিত্তিক ইন্টারনেট সেবা।  যা কোনো ক্যাবল ছাড়াই স্যাটেলাইট এর মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে।

Starlink এর ইন্টারনেট সংযোগটি পৃথিবীর যেকোনো পরিবেশ যেমন – গ্রাম, পাহাড়, দ্বীপ বা দূর্গম অঞ্চল ও অনুন্নত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম।

Starlink কিভাবে ইন্টারনেট সরবরাহ করে ?

Starlink অনেক গুলো ছোট ছোট Satellite কে পৃথিবীর চারপাশের কক্ষপথে স্থাপন করেছে। এগুলো আকাশে ঘুরে ফিরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা পাঠায়।

যেখানে মোবাইল এর নেটওয়ার্ক ও ফাইবার অপটিক লাইন পৌঁছাইতে পারে না, সেখানেও Starlink এর নেটওয়ার্ক খুব দ্রুতগতিতে ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে তাদের আকাশগামী স্যাটেলাইটের মাধ্যমে ।

সাধারণ নেটওয়ার্ক এবং Starlink নেটওয়ার্ক এর মধ্যে কেমন পার্থক্য ?

বিষয়সাধারণ নেটওয়ার্কStarlink নেটওয়ার্ক
সংযোগের ধরনমোবাইল নেটওয়ার্ক / ফাইবার অপটিক লাইনস্যাটেলাইট থেকে সরাসরি সংযোগ
ইন্টারনেট উৎসস্থানীয় নেটওয়ার্ক বা তারের মাধ্যমেপৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট
ব্যবহারের এলাকাশহর ও শহরতলী, যেখানে তার বা টাওয়ার আছেযেকোনো স্থান – এমনকি দূর্গম এলাকা বা গ্রামাঞ্চলেও
গতির স্থিতিশীলতাঅনেক সময় ট্রাফিকে ধীর হয়ে যায়তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল (বিশেষ করে নির্জন এলাকায়)
সেটআপ পদ্ধতিISP-এর মাধ্যমে তার টানা ও ইনস্টলেশননিজেই Starlink ডিশ ও রাউটার বসিয়ে চালানো যায়
ডেটা ট্রান্সফারতার বা মোবাইল সিগনালের মাধ্যমেসিগন্যাল সরাসরি স্যাটেলাইট থেকে

Starlink Bangladesh এ কেমন সাবস্ক্রিপশন প্ল্যান দিচ্ছে ও এর খরচ কত?

Starlink Bangladesh এ বর্তমানে বেটা পর্যায়ে সার্ভিস দেওয়া শুরু করেছে। তাই তারা এখন এই দুইটি Residential Plan অফার করছে :

1. Residential

  • মাসিক ফি : ৬,০০০ টাকা
  • ডেটা সীমা : অসীমিত
  • গতির সীমা : সর্বোচ্চ ৩০০ Mbps
  • বিশেষত্ব : অতিরিক্ত ব্যবহারকারী থাকলে ও গতি সমান থাকে
Starlink Residential Plan
Image Source: Screenshot from official Starlink website

2. Residential Lite

  • মাসিক ফি : ৪,২০০ টাকা
  • ডেটা সীমা : অসীমিত
  • গতির সীমা : সর্বোচ্চ ৩০০ Mbps
  • বিশেষত্ব : অতিরিক্ত ব্যবহারকারী থাকলে গতি কিছুটা কম হতে পারে
Starlink Residential Lite Plan
Image Source: Screenshot from official Starlink website

Starlink এককালীন সেটআপ খরচ

মাসিক চার্জ ব্যতীত , যাবতীয় সরঞ্জাম এর জন্য এককালীন সেটআপ ফি ৪৭,০০০ টাকা। 

  • হার্ডওয়্যার কিট মূল্য : ৪৭,০০০ টাকা
  • শিপিং এবং হ্যান্ডলিং চার্জ : ২,৮০০ টাকা
  • কিটে অন্তর্ভুক্ত : স্যাটেলাইট ডিশ, Wi-Fi রাউটার, মাউন্টিং ট্রাইপড, এবং প্রয়োজনীয় ক্যাবল

প্রতি প্ল্যান এই ৩০০ এমবিপিএস গতির আনলিমিটেড ডেটা অফার করেছে।

Starlink Bangladesh এ কি কি সার্ভিস দিবে ?

বৈশিষ্ট্যবিস্তারিত
ডাউনলোড গতি৫০–৩০০ Mbps
আপলোড গতি২০–৫০ Mbps
লেটেন্সি২০–৪০ মিলিসেকেন্ড (ms)
ডেটা সীমাঅসীমিত (Unlimited Data Usage)
কভারেজবাংলাদেশের সর্বত্র, বিশেষ করে দুর্গম এলাকায়

বাংলাদেশ হতে কিভাবে Starlink ইন্টারনেট প্ল্যান অর্ডার করা যাবে?

  1. প্রথমত অর্ডার করতে হলে ক্লিক করুন এখানে “Starlink Internet Plan
  2. পছন্দসই প্ল্যান নির্বাচন করে “Check Out” করুন।
  3. আপনার তথ্য ও পেমেন্ট ডিটেইলস পূরণ করে অর্ডার সম্পন্ন করুন।

অর্ডার সম্পন্ন হলে, আপনার স্টারলিংক কিট ৩–৪ সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে।

Starlink এর Kit কিভাবে ব্যবহার করা যাবে ?

Starlink এর Kit এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে সহজভাবে যে কেউ ইনস্টল করতে পারবে।
যিনি ব্যবহার করবেন , তার প্রথমে নিশ্চিত করতে হবে যে setallite ডিশটি সুন্দরভাবে কাজ করার জন্য খোলা জায়গায় রেখে আকাশের দিকে মুখ করে রাখতে হবে।এতে করে এই দ্রুতগতির ইন্টারনেট সেবা টি যে কেউ খুব সহজে বেবহার করতে পারবে।

যদি আপনি দূর্গম এলাকা বা গ্রামাঞ্চল এলাকায় থাকেন এবং মোবাইল এর ইন্টারনেট ও ফাইবার অপটিক লাইন ও ব্যবহার করতে পারছেন না, তাহলে স্টারলিংক হতে পারে আপনার সেরা প্রযুক্তিগত মাধ্যম। কারণ Starlink Bangladesh এ বর্তমানে দিচ্ছে সরাসরি আকাশ থেকে satellite এর মাধ্যমে নেটওয়ার্ক সার্ভিস যা কোনো তার এর সাহায্য ছাড়াই দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেয় । তবে শহর এলাকায় যারা রয়েছেন, তারা গ্রামাঞ্চল থেকে আরও দ্রুত নেটওয়ার্ক স্পিড পাবেন।

দাম কিছুটা বেশি হলেও যাদের এলাকায় নেটওয়ার্ক খুব ই দুর্বল, সেখানেই হতে পারে Starlink একমাত্র ভরসা।

Leave a Comment