Samsung Galaxy Z Fold 7: ফুল স্পেসিফিকেশন,ফিচার ও আপডেট 2025

Samsung Galaxy Z Fold 7

পূর্বের মতো এইবারও Samsung ব্র্যান্ডটি দেখিয়ে দিল তাদের আরো অ্যাডভান্স প্রোডাক্টিভিটি। Samsung Galaxy Z Fold 7 হচ্ছে নতুন Premium Foldable ডিজাইনের স্মার্টফোন যা একসাথে আপনাদের হাতে এনে দিচ্ছে ট্যাবলেটের শক্তি এবং স্মার্টফোনের কার্যক্ষমতা।

বৃহৎ আকৃতির ডিসপ্লে শক্তিশালী প্রসেসর ডিএসএলআর লেভেলের স্মার্ট ক্যামেরা আর Extrem লেভেল এর ডিজাইন – একসাথে বলা যায় Fold 7 হতে যাচ্ছে সুপার স্মার্টফোন ।

Samsung Galaxy Z Fold 7 এর ফুল স্পেসিফিকেশন এক নজরে

দিক বিস্তারিত
Main Display 8.0” Dynamic AMOLED 2X (QXGA+) 120Hz
Cover Display 6.5” Dynamic AMOLED 2X (FHD+) 120Hz
Battery 4400mAh (Typical)
Processor Octa-Core, Max Speed 4.47GHz
RAM 12GB
Storage Options 256GB / 512GB / 1TB
Rear Camera 200MP + 12MP + 10MP, 3x Optical Zoom, 30x Digital Zoom
Front/ Cover Camera 10MP
Video 8K UHD @30fps, Slow Motion @240fps FHD
Network 2G/3G/4G LTE/5G Sub6
Connectivity USB-C, Wi-Fi 6E/7, Bluetooth 5.4, NFC, UWB
Sensors Fingerprint, Gyro, Proximity, Light, Barometer, etc.
OS Android
Dimension Unfolded: 158.4 x 143.2 x 4.2mm / Folded: 158.4 x 72.8 x 8.9mm
Weight 215g
Audio Stereo Speakers, USB-C Earjack
Special Samsung DeX, SmartThings, Galaxy Wearables Support
Security Updates Valid till July 2032

 

Samsung Galaxy Z Fold 7
Image Credit: Samsung Official

Samsung Galaxy Z Fold 7 এর ডিসপ্লে টেকনোলজি

Samsung Galaxy Z Fold 7
Image Credit: Samsung Official
Samsung Galaxy Z Fold 7
Image Credit: Samsung Official

Galaxy Z Fold 7 - ৮ ইঞ্চি মূল ডিসপ্লে আপনাদের হাতের মুঠোয় সিনেমা থিয়েটারের ফিলিং এনে দিচ্ছে। আর কভার স্ক্রিন থাকছে 6.5 ইঞ্চির।
দুটি ডিসপ্লেই Dynamic AMOLED 2X প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।
এর রিফ্রেশ রেট রয়েছে 120Hz, যাতে ভিডিও দেখা, গেমিং এবং স্ক্রোলিং খুবই স্মুথভাবে চলবে!

ক্যামেরা সুবিধায় Samsung Galaxy Z Fold 7 এর কি বিশেষত্ব?

Samsung Galaxy Z Fold 7
Image Credit: Samsung Official

Galaxy Z Fold 7 এ থাকছে DSLR এর মতো 200MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ!
ডিভাইসটি দূরের অবজেক্টগুলো হাতের মুঠোয় আনতে তৈরি করেছে - অপটিক্যাল জুম 3x এবং ডিজিটাল জুম 30x।
আর সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে 10MP ফ্রন্ট ক্যামেরা — যা দিনের আলো বা Indoor লাইটে পরিষ্কার ছবি তুলতে সক্ষম।
ভিডিও কনটেন্ট ক্রিয়েট, সিনেমাটিক ভিডিও ও ভ্লগিং ছাড়াও নানান কাজ Advance Quality তে করার জন্য রয়েছে 8K ভিডিও রেকর্ডিং সুবিধা।

Samsung Galaxy Z Fold 7 এর নতুন প্রসেসর ও পারফরম্যান্স বিশ্লেষণ

স্মার্ট প্রসেসর Octa-Core (Max 4.47GHz) থেকে শুরু করে 12GB RAM এবং 256GB, 512GB অথবা 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
এছাড়াও Multitasking, Smooth Heavy Gaming আর Video Editing — সব দিক দিয়েই Galaxy Z Fold 7 খুবই উন্নত।

Samsung Galaxy Z Fold 7 এর ব্যাটারি

দীর্ঘ সময় গেমিং, মুভি দেখা আর প্রফেশনাল কাজগুলো সম্পাদন করার জন্য লম্বা 4400mAh ব্যাটারি সার্ভিস রয়েছে।
4400mAh ব্যাটারি মানে আপনি দীর্ঘ সময় চার্জিং নিয়ে চিন্তা ছাড়াই খুবই রিল্যাক্স হয়ে ব্যবহার করতে পারবেন।

Samsung Galaxy Z Fold 7 এর সফটওয়্যার ও কানেক্টিভিটি

  • 5G & WiFi 7: Galaxy Z Fold 7 এ নতুন যুগের 5G স্পিড এবং WiFi 7 ইন্টারনেট কানেকশন রয়েছে। এটি পূর্বের 4G এবং WiFi 6/6E এর চেয়েও ২-৪ গুন পর্যন্ত দ্রুত স্পীড দিতে পারে। যা ডাউনলোড, আপলোড এবং ভিডিও কল ও স্পিড গেমিং এর ক্ষেত্রে খুবই কার্যকরী ।
  • Bluetooth 5.4: ব্লুটুথ 5.4 এ অল্প পাওয়ার খরচেই একাধিক গেজেট একসাথে কানেক্ট করা যাবে।
  • NFC: সহজ Tap-To-Pay সুবিধার জন্য NFC মোড থাকছেই।
  • UWB: Smart Tag বা Digital Car Key এর মতো স্মার্ট ট্র্যাকিং এর জন্য UWB সেন্সর রয়েছে।
Samsung Galaxy Z Fold 7
Image Credit: Samsung Official

Samsung Galaxy Z Fold 7 কেন Foldable ফোনের মধ্যে সেরা?

  • একসাথে Tab আর Phone: Fold 7 এ একসাথে ট্যাব আর ফোনের অনুভূতি পাবেন, Multitasking সহজ হবে।
  • আকর্ষণীয় ফোল্ডেবল ডিজাইন: নতুন Foldable ডিজাইন এটিকে করে তোলে Future-Ready & Premium Look এর ফোন।
  • 8K ভিডিও: প্রো-গ্রেড শুটিং, UHD 8K রেকর্ডিং 30fps — Cinematic Quality!
  • পাওয়ারফুল স্পেসিফিকেশন: শক্তিশালী প্রসেসর আর Amazing ফিচার, Heavy Task ও Gaming সহজে হবে।
  • 7 বছরের Security Update: লং-টার্ম সফটওয়্যার সাপোর্ট — সুরক্ষা নিয়ে আর ভাবনা নেই!
  • Samsung DeX: Fold 7 কে এক ক্লিকেই Desktop Mode এ চালাতে পারবেন, প্রোডাক্টিভিটি আরও বাড়বে।
  • SmartThings সাপোর্ট: SmartThings Ecosystem এর সাথে কানেক্টেড, সব স্মার্ট ডিভাইস একসাথে কন্ট্রোল করুন।
  • Eco System Ready: Galaxy Watch, Buds, Ring — সবকিছু একসাথে Seamless ভাবে কানেক্টেড থাকবে।

Galaxy Z Fold 7 শুধু ফোন নয় — একসাথে ফোন, ট্যাবলেট এবং মাল্টিটাস্কিং ওয়ার্কস্টেশন। যারা Foldable ট্রেন্ডে লেটেস্ট থাকতে চান, তাদের জন্য এই স্মার্ট ফোন।
Samsung Galaxy Z Fold 7 বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে রিলিজ হচ্ছে। আপনার দেশ বা অঞ্চলে রিলিজ ডেট ও অন্যান্য আপডেট পেতে অফিসিয়াল Samsung ওয়েবসাইট বা অথোরাইজড শোরুমে চোখ রাখুন।

যদি আপনার বাজেট থাকে এবং প্রিমিয়াম Foldable ফোন চান — তাহলে Samsung Galaxy Z Fold 7 হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। কারণ এটি শুধু একটি ফোন নয়, এটি হবে আপনার আধুনিক ফ্যাশন!

Samsung Galaxy Z Fold 7 FAQ – প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Galaxy Z Fold 7 এর ডিসপ্লে কত ইঞ্চি?

- Galaxy Z Fold 7 এর মূল ডিসপ্লে 8.0 ইঞ্চি Dynamic AMOLED 2X আর কভার ডিসপ্লে 6.5 ইঞ্চি।

Fold 7 এ 5G সাপোর্ট আছে কি?

- হ্যাঁ, Galaxy Z Fold 7 তে 5G Sub6 সহ আধুনিক কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে।

Fold 7 কি Samsung DeX সাপোর্ট করে?

- হ্যাঁ, Fold 7 তে Samsung DeX সাপোর্ট আছে, যা ফোনকে ডেস্কটপ মোডে চালাতে দেয়।

Galaxy Z Fold 7 এর ব্যাটারি ব্যাকআপ কত?

- Galaxy Z Fold 7 তে 4400mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখে।

Fold 7 এর ক্যামেরা কত মেগাপিক্সেল?

- Fold 7 তে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে — 200MP + 12MP + 10MP, সাথে 8K ভিডিও রেকর্ডিং সুবিধা।

Related Post :

Leave a Comment